ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

উদ্বোধনী ম্যাচে ঢাকাকে ১৪৪ রানের টার্গেট দিল কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা। প্রথমে ব্যাট করে শেষ ওভারে শরিফুল ইসলামের হ্যাটট্রিকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে কুমিল্লা।


টস হেরে ব্যাট করতে নেমে শুরতেই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ২৩ রানে ১৬ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক লিটন দাস। তার বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ইমরুল কায়েস। ঢাকার বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে ব্যাট করতে থাকেন এই কায়েস-হৃদয়।


১০৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি পূরণ করেন কায়েস। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় কুমিল্লা। দলীয় ১৩০ রানে ৪১ বলে ৪৭ রান করে আউট হন হৃদয়। আর দলীয় ১৩১ রানে ৫৬ বলে ৬৬ রান করে ফিরে যান কায়েস। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন ঢাকার পেসার শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে কুমিল্লা।  

ads

Our Facebook Page